Sunday 15 August 2021

দেশাত্ম বলিদান!


দেশাত্ম বলিদান:


প্রনব খাবার টেবিলে বসে আছে। তার সামনে টেবিলে রাখা চা ঠান্ডা হচ্ছে সেদিকে সে না তাকিয়ে, তাকিয়ে আছে মিতুর দিকে।

মাস দুইয়েক হয় মিতু আর তার বিয়ের। মিতুর বাবা আর ভাইকে ষোলোই আগস্ট উনিশ'শ ছেচল্লিশ,  দাঙ্গাকারীরা ধরে নিয়ে যায়।

প্রাক স্বাধীনতার সেই আমলে ১৬ থেকে ১৮ই আগস্টের রাতগুলো ছিল বিভীষিকাময়! ইংরেজ আর সোহরাওয়ার্দী মিলিটারিদের চালানো ডাইরেক্ট একশানের তাণ্ডবে কোনো ভাবে প্রনব রক্ষা পায়। এরপর পরেই মিতুর খোঁজে বের হলে জানতে পারে মিতুর বাবা আর ভাইকে ধরে নিয়ে যাওয়া হয় ১৬র রাতেই। তারপরেই বহুদিনের প্রেমিকা মিতুকে বিয়ে করে নিজের কাছে নিয়ে আসে প্রনব।

মিতু স্থির দৃষ্টিতে প্রনবের দিকে তাকিয়ে আছে।

প্রনব মিতুকে গত কয়েকদিন ধরেই বোঝাচ্ছে সে স্বাধীনতা যুদ্ধে যোগ দেবে। মিতুর ভয় সে মাকে হারিয়েছে ছোটবেলাতেই। বাবা ও ভাইকেও হারিয়েছে এই ক' দিন আগে! সে জানেও না তারা বেঁচে আছে না মারা গেছে। তার শেষ অবলম্বন প্রনবকে সে হারাতে চায় না কোনো ভাবেই আর যুদ্ধেতো মেয়েরাও যাচ্ছে, সেই কোন আমল থেকে! তাহলে প্রনব আর সে দুজন মিলেই যুদ্ধে অংশ নিক। কিন্তু সেখানে প্রনবের বাধা।

কারণ সপ্তাহ খানেক আগে সে জেনেছে মিতু মা হবে। আশেপাশে তার বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন মারা গেছে ইংরেজ মিলিটারিদের হাতে, দেশে দাঙ্গাও চলছে। প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আবার অনেকে যুদ্ধেও যোগ দিচ্ছে, ইংরেজ সরকার এদেশ থেকে যাবে, এটা খালি সময়ের অপেক্ষা। আর এই সময়ে প্রনব চুপ চাপ লুকিয়ে লুকিয়ে, ভয়ে ভয়ে পালিয়ে বেঁচে থাকবে? প্রনব তার সন্তানের জন্যে একটা স্বাধীন দেশ আনবে। স্বাধীন দেশের পতাকা হাতে তার সন্তান আর সে স্বাধীন দেশের রাস্তায় রাস্তায় ঘুরবে।

প্রনব যেন ঠিক যুদ্ধ শেষে ফিরে আসে এই প্রতিজ্ঞায় মিতু প্রনবকে বিদায় জানায়।

একদিন সাতচল্লিশের পনেরোই আগস্ট আসে। যুদ্ধ শেষ হয়। কত শত বিজয় মিছিল হয় শহরের রাস্তায় অলি গলিতে পতাকা হাতে হাতে। কত মানুষ স্বাধীনতার যুদ্ধ জয় করে ঘরে ফেরে, শুধু প্রনবের আর ফেরা হয় না।

মিতুর অপেক্ষাও শেষ হয় না! প্রনবের যুদ্ধে যাওয়ার মূল্য ইংরেজ পুলিশ আর দাঙ্গাবাজেরা খুব ভালো করেই আদায় করে নিয়েছে মিতুর থেকে! তাদের বুটের চাপে মিতুর গর্ভের সন্তানটা মরলেও মিতু সাহস করে এখনো বেঁচে আছে প্রনবের হাতদুটো ধরে নালিশ করার জন্যে, বলার জন্যে যে, 'জানো ওরা আমার কোনো আকুতি মিনতি শুনলো না! আমার সন্তানকে আমার গর্ভেই মেরে ফেললো!?'

এক সময়ের টগবগে তরুণী মিতু এখন তিরানব্বই তে পা দিয়েছে, তবু এখনো বুড়ির প্রাণ আছে! এই বৃদ্ধার গল্প আশেপাশের অনেকেই জানে। তবুও যারা জানে না যখন মিতু কে স্বামী, সংসার, সন্তানের কথা জিজ্ঞেস করে তখন মিতু বলে - স্বামী স্বাধীনতা যুদ্ধে গিয়ে আর ফেরে নি আর আমারতো একটাই সন্তান সবাই যাকে ডাকে "ভারতবর্ষ"!

-©উshaস চttopaধ্যায়~-----

No comments:

Post a Comment