Saturday 10 July 2021

আত্মশ্লাঘা ...

মানুষের চেয়ে ভয়ংকর বুঝি আর কেউ নেই! অথচ এই মানুষ নাকি সৃষ্টির সেরা জীব। ভাবতেও ঘেন্না হয়। ছোটবেলা থেকে এই স্বাস্থ্য নিয়ে যে পরিমাণ কথা শুনে আসছি! আমার ইনফেরিওরিটি কমপ্লেক্স হয়ে গেছিলো! বেশ কিছুদিন পর্যন্ত আমি জানতাম, আমি থপথপে, মোটা, চেহারা ভালোনা। কেউ কি আদতে বেছে নেবে আমাকে, তখন তো গার্লফ্রেন্ডের না হলে লাইফটাই কেমন ফাঁকা! আসলে ব্যাপারটা মোটা বা স্লিম বা কালো নিয়ে না ব্যাপারটা হচ্ছে অন্যের মাথাব্যথা! নিজেকে অন্যের থেকে উন্নত ভাবার আত্মশ্লাঘা নিয়ে থাকতে আমাদের খুব ভালো লাগে। যারজন্য এই মিডিওকার চিন্তাভাবনা নিয়ে আমরা প্রতিনিয়ত আরেকজন মানুষকে ছোট করতে উঠেপড়ে লেগে থাকি! এই যেমন দশম শ্রেণীতে পড়া একজন ছাত্রকে খুন করা হয়েছে বাংলাদেশে! 'সামিন' নামের বাংলাদেশি ছেলেটার দোষ ছিলো তার স্বাস্থ্য ভালো! দেখতে নাদুসনুদুস তাই তাকে খুন করা হয়েছে!

ময়না তদন্তে বেরোলো তাকে খুন করেছে তার সহপাঠীরা, তার আত্মীয় স্বজন, তার শিক্ষক ও সমাজ মিলে!

খুনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিলো নিচের ধারালো অস্ত্র গুলো;

-তুমি মোটা!

-হে হে এই চেহারা নিয়ে রিকশায় উঠবে কেমন করে?

-মেয়েদের মতন তার বুকে বানিয়েছে!

-কোন গোডাউনের চাল খাস?

-খাট ভাঙ্গে না তুই খাটে উঠলে?

-এই দানবের মতন স্বাস্থ্য নিয়ে তুমি খেলবে ফুটবল? মাটি কাঁপবে না?... ইত্যাদি!!!

সামিন এই অস্ত্রের হামলায় এনোরেক্সিয়া নার্ভোসা নামের এক বিরল রোগে আক্রান্ত হয় যে রোগে রোগী তার ওজন কমানো নিয়ে মানসিক ভাবে এমন ভাবে বিধ্বস্ত হয় যে ভয়ানক ভাবে তার ওজন কমাতে থাকে কারণ সে মোটা! সে সমাজে অচল এবং এক সময় সে ওজন কমাতে কমাতে মারা যায়!

সমাজে এমন আরো কিছু খুনি রয়েছে যারা মানুষ খুন করতে অস্ত্র হিসেবে ব্যবহার করে;

-তুমি কালো!

-ও বৌদি আপনার পেট এমন বেড়েছে কেন, ক'মাস চলছে?

-এ মা, বৌদি র দাড়ি আছে রে!

-বিয়ে দেবো কিভাবে তোমাকে মেয়ে, শরীরে মাংস কই? এমন শুকনো মানুষে হয়?

-এই মেয়ে ক্রিম ব্যবহার করতে পারো না ফর্সা হতে?

-বুকে মাংস নেই কেন তোমার? তুমি ছেলে না মেয়ে না বিপিএল?

-দেখ দেখ ছেলেটা কেমন কেটলির মতন হাটে! লেডিস কোথাকার!

-এ এমন বাঁটকুল কেন?

-এ এমন লম্বা কেন?

-এর দাঁত উঁচু কেন?

-এ এমন খায় কেন?

-এর গায়ের রঙ টিকটিকির মতন ফর্সা!...

Congrats! আপনারা সামিনকে আপনাদের মুখের অস্ত্রে খুন করতে পেরেছেন।

এমন অনেককেই আপনারা মুখের অস্ত্র দিয়ে মানুষ খুন করে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, নিশ্চিন্তে! আপনাদের মতন এমন ভাগ্য কয়জন খুনির হয়, শুনি? কোর্ট, গোয়েন্দা, পুলিশ সব ফেল...

কংগ্র্যাচুলেশনস এগেন একজন মায়ের বুক খালি করার জন্যে, যার যায় সেই বোঝে।
সামিন, তুমি যেখানেই থাকো, সুখে থাকো!...

https://m.facebook.com/story.php?story_fbid=4161119110604453&id=100001192143675

©উshaস চttopaধ্যায়~

১০|৭|২১ < কলকাতা > 

No comments:

Post a Comment