Wednesday, 29 December 2021
মাঝি মাল্লার জীবন
মাঝিমাল্লার জীবন *****************
পাল উঠেছে নৌকো ভাসে
পূর্ণিমার ঐ জ্যোৎস্না হাসে
ঢেউয়ের দোলায় দুলছে জীবন,
দ্যাখো সময় কাটে রঙ্গরসে।
তাদের প্রাণের মাঝে তুমি
বানিয়ে নিয়ে সুখের বাসা
জীবন চাইছে আকড়ে সেথায়
ভরিয়ে দেবে ভালো বাসা।
ইচ্ছে গুলো স্বপ্নে রাতে
ঘুমের জমি দখল করা
বুনছে চারা রঙীন দিনের
প্রভাত আলোয় ছন্ন ছাড়া।
হারালে খন তুমিও শেষে
গেলে যোগ বিয়োগের দেশে
একলা ঘরে আমিও আছি
বসে ঝরা পাতার বেশে।
সন্ধ্যা নামল মোহিনী রূপে
স্থিতধী ঐ নদীর বুকে
আলো আঁধারি তরী মাঝে
মাঝিরা মাতে গল্পে সুখে!
উপরে সেতু আলোক সাজে
নিয়েছে যেন মৌন ব্রত
আঁধার বুকে হাসে উচ্ছ্বল
তরঙ্গ রাশি অবি-রত।
নদীর বুকে ভাসে নৌকা
অপরূপ সাঁঝের রূপ-কল্প
গোধূলি আলোয় মগ্ন দেখো
মাঝি-মাল্লার জমায় গল্প॥
_______________________
©উshaস চttopaধ্যায়~
<তাং- ২৯|১২|২১>
Labels:
Literature,
Poetry
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment