Tuesday 28 December 2021

পাহাড় কোলে!


 #কবিতা

#পাহাড়_কোলে
***************
পাহাড় চূড়ায় মেঘেরা অমন
হুঙ্কার কেনো ছাড়ে,               
নানা সূত্রে কলহ ওদের
যেনো যৌথ পরিবারে!
                           
গুমরে ওঠে কালো মেঘে,
বৃষ্টি আসছে ঝেঁপে                            
পাহাড় কোলের ঝর্ণা বয়ে
পুরো পাকদন্ডী কেঁপে। 
                       
শেষে তুমিও ঝর্না হলে 
পড়ছে চরণ যত্র-তত্র                       
মলিন সেতো স্মৃতি এখন  
তোমার পাঠানো শেষ পত্র।  
     
ঝর্ণা শাণিত, পাথর কেটে
রাস্তা বানায় নিজে,                                  
তুমিও চালাও ধারালো ছুরি
ঠিক হৃদয়েরই ভাঁজে?   
              
পাথর খন্ডে শ্যাওলা জমে
যে খানে জল পড়ে                              
তুমিও যেমন দুঃখ আঁকো
আমার দর্প চূর্ণ করে। 

পাহাড়ের ঐ কোলেই দ্যাখো
খোঁজে তাদের বাসা
এখানেই আছে হেঁয়ালি হয়তো
রূপকথার যাওয়া আসা..
                        
আরে, তুমি আমি কাছাকাছি 
হলেও সাত জন্মের তফাৎ,                   
বাঁচতে হলে মরতে হবেই
এটাও জানায় জলপ্রপাত।

©উষস চট্টোপাধ্যায়~
<তাং - ২৮|১২|২১>

No comments:

Post a Comment