Wednesday, 29 December 2021

মাঝি মাল্লার জীবন


 মাঝিমাল্লার জীবন

*****************

পাল উঠেছে নৌকো ভাসে
        পূর্ণিমার ঐ জ্যোৎস্না হাসে
ঢেউয়ের দোলায় দুলছে জীবন,
         দ্যাখো সময় কাটে রঙ্গরসে।

তাদের প্রাণের মাঝে তুমি
            বানিয়ে নিয়ে সুখের বাসা
জীবন চাইছে আকড়ে সেথায়
           ভরিয়ে দেবে ভালো বাসা।

ইচ্ছে গুলো স্বপ্নে রাতে   
         ঘুমের জমি দখল করা
বুনছে চারা রঙীন দিনের
          প্রভাত আলোয় ছন্ন ছাড়া।

হারালে খন তুমিও শেষে
            গেলে যোগ বিয়োগের দেশে
একলা ঘরে আমিও আছি
           বসে ঝরা পাতার বেশে।

সন্ধ্যা নামল মোহিনী রূপে
          স্থিতধী ঐ নদীর বুকে
আলো আঁধারি তরী মাঝে
           মাঝিরা মাতে গল্পে সুখে!

উপরে সেতু আলোক সাজে
          নিয়েছে যেন মৌন ব্রত
আঁধার বুকে হাসে উচ্ছ্বল
           তরঙ্গ রাশি অবি-রত।

নদীর বুকে ভাসে নৌকা
         অপরূপ সাঁঝের রূপ-কল্প
গোধূলি আলোয় মগ্ন দেখো
         মাঝি-মাল্লার জমায় গল্প॥
_______________________
©উshaস চttopaধ্যায়~
<তাং- ২৯|১২|২১>

Tuesday, 28 December 2021

পাহাড় কোলে!


 #কবিতা

#পাহাড়_কোলে
***************
পাহাড় চূড়ায় মেঘেরা অমন
হুঙ্কার কেনো ছাড়ে,               
নানা সূত্রে কলহ ওদের
যেনো যৌথ পরিবারে!
                           
গুমরে ওঠে কালো মেঘে,
বৃষ্টি আসছে ঝেঁপে                            
পাহাড় কোলের ঝর্ণা বয়ে
পুরো পাকদন্ডী কেঁপে। 
                       
শেষে তুমিও ঝর্না হলে 
পড়ছে চরণ যত্র-তত্র                       
মলিন সেতো স্মৃতি এখন  
তোমার পাঠানো শেষ পত্র।  
     
ঝর্ণা শাণিত, পাথর কেটে
রাস্তা বানায় নিজে,                                  
তুমিও চালাও ধারালো ছুরি
ঠিক হৃদয়েরই ভাঁজে?   
              
পাথর খন্ডে শ্যাওলা জমে
যে খানে জল পড়ে                              
তুমিও যেমন দুঃখ আঁকো
আমার দর্প চূর্ণ করে। 

পাহাড়ের ঐ কোলেই দ্যাখো
খোঁজে তাদের বাসা
এখানেই আছে হেঁয়ালি হয়তো
রূপকথার যাওয়া আসা..
                        
আরে, তুমি আমি কাছাকাছি 
হলেও সাত জন্মের তফাৎ,                   
বাঁচতে হলে মরতে হবেই
এটাও জানায় জলপ্রপাত।

©উষস চট্টোপাধ্যায়~
<তাং - ২৮|১২|২১>